ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মশা নিধনে টানা তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবার মশার লার্ভা ও বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ১৫টি মামলায় মোট ৯১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার ডিএনসিসির নয়টি অঞ্চলে একযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায় এবং পাঁচ হাজার ৪১টিতে মশার প্রজননস্থল ধ্বংস করে কীটনাশক প্রয়োগ করা হয়।
এদিন ডিএনসিসির উত্তরা অঞ্চলে (অঞ্চল-১) ৯৪৫টি স্থাপনা পরিদর্শন করে কোথাও মশার লার্ভা খুজে পাওয়া যায়নি। তবে মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় ৭১৫টি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে কীটনাশক প্রয়োগ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক