ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিন জন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার এক জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার, অপারেশনস বিভাগ, পিওএম-পশ্চিম বিভাগে সংযুক্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুন নূরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম বিভাগ, ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা-উত্তরা বিভাগ ও লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট) নাজিয়া ইসলামকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা রমনা বিভাগে পদায়ন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন