রাজধানীর কোতয়ালী ও বংশাল থানা এলাকায় পৃথক অভিযানে ৪৯ হাজার ২৭১ পিস নিষিদ্ধ (সরকারি ও বিদেশি) ওুষধসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ এক লাখ ২৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
আজ বিকালে র্যাব-১০ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহীনুর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- অনুপ দত্ত নিপ্পন (৩৫), নিত্তানন্দ সাহা ওরফে নারায়ন (৪০) ও মো. ফজলুল হক (৪৫)। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার