করোনার দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ প্রতিরোধে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করেছে। বাসসহ সব গণপরিবহনে অর্ধেক সিট খালি রেখে যাত্রী তুলতে বলা হয়েছে। এতে ভাড়া বেড়েছে ৬০ শতাংশ। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় ভিড় করেছেন অফিসগামী মানুষ। রাজধানীর বেশির ভাগ বাস স্টপেজগুলোতে বেশিরভাগ গণপরিবহন অর্ধেক সিটে যাত্রী নেয়ায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। এ অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী নারীরা।
যাত্রীদের অভিযোগ, বাসে অর্ধেক লোক নেয়ার কথা থাকলেও কোনো কোনো ক্ষেত্রে দাঁড়িয়েও লোক নেয়া হচ্ছে। এদিকে, রাইড শেয়ারিংয়ে যাত্রী পরিবহনেও নিষেধজ্ঞা দেয়ায় ভোগান্তি পৌঁছেছে চরমে। অন্যদিকে, বেশিরভাগ অফিস ও প্রতিষ্ঠান এখনও অর্ধেক জনবলকে ছুটি দেয়নি।
বিডি-প্রতিদিন/শফিক