৭ এপ্রিল, ২০২১ ১৬:০৩

রংপুরে করোনা কালেও থেমে নেই গাঁজার চালান

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে করোনা কালেও থেমে নেই গাঁজার চালান

রংপুরে করোনা কালেও থেমে নেই গাঁজার ব্যবসা। র‌্যাবের অভিযানে পরপর দুদিন দুটি গাঁজার চালান ধরা পড়েছে। এসময় জব্দ করা হয়েছে একটি ট্রাকও।  

আজ বুধবার র‌্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় মীরবাগে মেসার্স মেনাজ উদ্দিন ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ১টি ট্রাকে তল্লাশি করে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ১টি ট্রাকসহ মাদক ব্যবসায়ী পাবনার মো. রানাকে (২২) গ্রেফতার করা হয়।
 
এর আগে ৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় র‌্যাব রংপুর মহানগরের তাজহাট এলাকায় নিউ সাফা পরিবহন গাড়ি তল্লাশি করার সময় ১৫ কেজি গাঁজা, ৩০ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী পঞ্চগড়ের মো. আমিনুল ইসলামকে (৩৫) গ্রেফতার করে। 

র‌্যাব ১৩ মিডিয়া অফিসার এএসপি সামুয়েল সাংমা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আর আটক মাদক ব্যবসায়ীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর