৭ মে, ২০২১ ২২:০১

রংপুরে জুমাতুল বিদায় মসজিদে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে জুমাতুল বিদায় মসজিদে উপচে পড়া ভিড়

রংপুরে পবিত্র জুমাতুল বিদায় মসজিদে মসজিদে ছিল উপচে পড়া ভিড়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলি­রা আল্লাহর দরবারে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসীকে মুক্তি দেয়ার জন্য বিশেষ দোয়া করেন। এ সময় অনেক মুসল্লিকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে। রংপুর নগরীসহ আশপাশের উপজেলাগুলোর বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতে করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে দোয়া করেন ইমাম, খতিবসহ ধর্মপ্রাণ মুসল্লি­রা। 

রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদ, শালবন জালালিয়া জামে মসজিদ, কামাল কাছনা জামে মসজিদ ও আর রহমান জামে মসজিদে নামাজ শেষে মুসল্লিরা বলেন, সময়টা খুব খারাপ যাচ্ছে। করোনায় বিপর্যস্ত বিশ্ব। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে দোয়া করেছি। তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, রক্ষা করেন। এই কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করে দেন। মসজিদে বিশেষ মোনাজাতে করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে দোয়া করেন ইমাম, খতিবসহ ধর্মপ্রাণ মানুষ। অধিকাংশ মসজিদেই স্বাস্থ্যবিধি মেনে মাহে রমজানের শেষ জুমা আদায় করেন মুসল্লিরা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর