রংপুর সিটি কর্পোরেশন এলাকায় আগামী ৫ থেকে ১৯ জুন প্রতি সপ্তাহের শনি, রবি, মঙ্গল ও বুধবার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ২৬ হাজার ৯০৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বুধবার সকালে রসিক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত শিশুকে ১৯ হাজার ৫৭০ জনকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭ হাজার ৩৩৩ জনকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ২৬৫ টি কেন্দ্রের মাধ্যমে ৬৬ টি জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির, ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৬২৯ জন স্বেচ্ছাসেবী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত থাকবেন।
করোনা পরিস্থিতি চলমান থাকায় সকলকে মাস্ক পরিধান ও সামাজিক দুরুত্ব বজায় রাখতেও আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, সচিব রাশেদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর