ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় কয়রা, পাইকগাছা ও সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে খাবার পানি, ত্রাণ সামগ্রী, শিশু খাদ্য, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবারসহ অবিলম্বে বাঁধ সংস্কারের দাবিতে বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কয়রা-শ্যামনগর-পাইকগাছা উপকূলবাসী’ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত সাত দিন যাবৎ উপকূলীয় চার উপজেলার এক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় দিন পার করছেন। অনেক পরিবার নৌকার ওপর অবস্থান করছে। নিম্নবিত্ত পরিবার আয়ের সন্ধানে পৈত্রিক ভিটে ছেড়েছে। কয়রার মহারাজপুর, মহেশ্বরীপুর ইউনিয়ন, শ্যামনগর উপজেলার গাবুরা ও আশাশুনি উপজেলার প্রতাপনগরের মানুষ বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে।
কর্মসূচিতে বক্তৃতা করেন ড. তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রুহুল আমিন, সাংবাদিক কাজী মোতাহার রহমান, সোহরাব হোসেন, আসাফুর রহমান কাজল, এস কে মুকুল, হাফিজুর রহমান।
এদিকে উপকূলে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ ৭ দফা দাবিতে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে খুলনা বিএনপি। গতকাল দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। এসময় বিএনপির মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি শফিকুল আলম মনা উপস্থিত ছিলেন।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ নগরীর পুরাতন যশোর রোডে মানববন্ধনে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও যথাযথ সুরক্ষার দাবি জানিয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর