রংপুরে এক নাবালিকা কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর সহকারী পরিচালক ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ।
র্যাব জানায়, ১৮ মে দুপুরে রংপুর মহানগরীর সরদারপাড়ায় ভাড়া বাসার সামনে থেকে মো. আজম নামে এক যুবক বিভিন্ন প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণ করেন। এরপর নাবালিকার মা বাদী হয়ে রংপুর মহানগরীর কোতোয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে র্যাব উক্ত মামলাটির ছায়া তদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জুন দুপুরে ঢাকার কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আজম নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অপহরণের কথা জনসম্মুখে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহানগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর