বাজেটের অর্থ যথাযথ বাস্তবায়ন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং খাদ্যে ভেজাল প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ (৬) ছয় দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরোও বক্তব্য রাখেন বিশিষ্ট ভাস্কর শিল্পী রাশা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রোমান হোসাইন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: এইউজেড প্রিন্সসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ছয় দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো যথাক্রমে- জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন ও যথাযথ বাস্তবায়ন করতে হবে,
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে হবে, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরী করে দ্রব্য মূল্য বৃদ্ধির সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, খাদ্যে ভেজাল প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং সেল জোরদার করতে হবে এবং খাদ্যের ভেজাল নিয়ন্ত্রণে বিএসটিআইসহ অন্যান্য মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে গাফিলতি ও নিষ্ক্রিয়তার জন্য জবাবদিহি করতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, দুর্নীতিবাজরা দেশ ও জাতির শত্রু। খাদ্য ভেজাল প্রদানকারীরা দুর্নীতিবাজদের চেয়েও ভয়ংকর। এদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন