রাজধানী মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে।
সোমবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন বলেন, বস্তিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে বস্তির বাসিন্দারাও আগুন নেভাতে চেষ্টা করছেন।
জানা যায়, বস্তিজুড়ে কাঠ ও টিনশেডের ঘর। পুরো বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে। এরমধ্যে এ পর্যন্ত অন্তত ২০০-২৫০টি ঘর আগুনে পুড়ে গেছে।
আগুনের সূত্রপাত কীভাবে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসকর্মীরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন