চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শহিদুল ইসলাম (২২) নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ঘটনাস্থলে সংঘর্ষের সময় শটগানের গুলিতে তিনি আহত হন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের সময় শটগানের গুলিতে ওই কনস্টেবল আহত হন। তার নিতম্বে গুলিবিদ্ধ হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিস্থলে জড়ো হন। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী ও পুলিশের সদস্য আহত হন। তবে পুলিশ বিনা উস্কানিতে বিএনপির নেতাকর্মীদের ওপর টিয়ারশেল ও গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
বিডি প্রতিদিন/হিমেল