ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, যুবদের শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে দেশব্যাপী সরকার নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছে। ফলে যুবরা নিজেদের দক্ষতা দেখাচ্ছে। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে তারা দেশের সম্পদে পরিণত হচ্ছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ যুব প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে কেন্দ্রের প্রশিক্ষণ হলে ৩ মাস মেয়াদি একটি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মসিক মেয়র।
যুব উন্নয়ন কেন্দ্রের কো-অর্ডিনেটর মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রোকন উদ্দিন ভূঞা, ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম শফিক এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ারুল হক রিপন। এছাড়াও যুব উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার