সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা ও এক শ্রমিক কলোনিতে পৃথক অগ্নিকাণ্ড হয়েছে। আগুনে পুরে গেছে শ্রমিক কলোনির সাতটি রুম। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। রবিবার ভোর রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্দী তালতলা এলাকার ওই কলোনির সাঈদ মাস্টারের বাড়িতে এ আগুন লাগে।
এলাকাবাসী জানান, ভোর রাতে ওই বাড়িতে একটি রুমে হঠাৎ করে আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আরও ছয়টি রুমে তা ছড়িয়ে পড়ে। এতে মোট সাতটি রুম পুড়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী।
অপরদিকে আশুলিয়ার ইউনিক এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে আশুলিয়ার জামগড়া ইউনিক এলাকার ওই কারখানায় আগুন লাগে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সকালে বহুতল ভবনের কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ