ওয়ার্ড ও থানা কমিটির পদ প্রত্যাশীদের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি। এরই মধ্যে প্রতিটি ওয়ার্ড ও থানায় তথ্য ফরম পাঠিয়েছে সংগঠনটি।
সোমবার ভাসানী ভবন মিলনায়তনে ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী ও সদস্য সচিব রফিকুল আলম মজনু।
জানা গেছে, ওয়ার্ড ও থানা কমিটিতে যারা পদ পেতে চান, তাদের জন্য এসব তথ্য ফরম বিতরণ করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ড ও থানার টিম লিডারদের কাছে ফরম হস্তান্তর করা হয়েছে। তারা নিজ নিজ এলাকায় ফরম বিতরণ করবেন। তাদের কাছ থেকে পদ প্রত্যাশীরা তথ্য ফরম সংগ্রহ করবেন। ফরম বিতরণ শুরু হলেও এখনো জমা দেওয়ার দিন-তারিখ ঠিক করা হয়নি।
সংগঠনের নেতারা বলেন, প্রত্যেকটি ওয়ার্ড ও থানার অলিগলি থেকে যোগ্য নেতৃত্ব বাছাই করা হবে। যারা সৎ, সাহসী, ত্যাগী ও মামলা-হামলার স্বীকার এবং আন্দোলন-সংগ্রাম করতে পারবে, তাদের প্রাধান্য দিয়ে কমিটিতে জায়গা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনুস মৃধা, মাে. মােহন, মােশারফ হােসেন খােকন, আব্দুস সাত্তার, লিটন, মাহমুদসহ আহ্বায়ক কমিটির সদস্যরা।
উল্লেখ্য, গত ২ আগস্ট ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ