রাজধানী ঢাকার কমলাপুরে হৃদয় (২২) নামে এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মতিঝিল থানার ওসি ইয়াসিন আরাফাত এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হৃদয় ভাসমান হিসেবে মতিঝিল ও কমলাপুর এলাকায় থাকতেন। গতকাল সোমবার রাতে কমলাপুরের বাজার রোড এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা হৃদয়কে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। হৃদয়ের মা-বাবা কিংবা তার ঠিকানা জানা সম্ভব হয়নি। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশের ওসি আরও জানান, তাদের ধারণা হৃদয়ের বন্ধুরাই তাকে হত্যা করেছে। তাদের পরিচয়ও জানার চেষ্টা চলছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর