বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষের জায়গায় দির্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত ৬০টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে বিআইডবি্লউটিএ। বুধবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নদী বন্দর সংলগ্ন অবৈধ সকল স্থাপনা এবং পার্শ্ববর্তী বান্দ রোড এলাকায় বিআইডবি্লউটিএর জমিতে থাকা সকল অবৈধ স্থাপনা বুলড্রোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। অভিযানের শুরুতে ওই সব প্রতিষ্ঠানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে তারা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর এবং বিআইডবি্লউটিএর যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ, নৌ পুলিশ, আনসার এবং উচ্ছেদ কর্মীরা এই অভিযানে অংশগ্রহন করেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের খবরে অবৈধ দখলদারদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের কঠোর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রন হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল বিআইডবি্লউটিএর যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/আল আমীন