রাজধানীর পুরান ঢাকার বংশালে রাসায়নিকের দোকানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন নেভানোর কাজ চলছে। সোমবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেমিক্যালের দোকান হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, রাসায়নিক পদার্থ বিক্রির দোকানে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিডি প্রতিদিন/ফারজানা