সাভারের আমিন বাজার এলাকার তুরাগ নদীতে শ্রমিকবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে বসিলা ও আমিন বাজার এলাকা থেকে মা রুপায়ন বেগম ও তার সন্তানের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল বাসার জানান, সোমবার সকাল ৬টা থেকে সদরঘাট ফায়ার স্টেশন ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। এছাড়াও গত রাতে আমাদের টহল টিম ছিল, যাতে করে লাশ ভেসে উঠলে উদ্ধার করা যায়।
আমিনবাজার নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ জানান, উদ্ধার অভিযান চালিয়ে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এদিকে, এ ঘটনায় সাভার মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
প্রসঙ্গত, শনিবার সকালে আমিনবাজারের কেবলারচর ঘাট থেকে গাবতলীর দ্বীপনগরে নারী ও শিশুসহ ১৮ যাত্রী নিয়ে যাচ্ছিল একটি ইঞ্জিনচালিত নৌকা। এসময় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় ১১ জন যাত্রী তীরে উঠতে পারলেও সাতজন নিখোঁজ হয়। পরে শনিবার সন্ধ্যার আগ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। সোমবার উদ্ধার হয় বাকি দুজনের লাশ।
বিডি প্রতিদিন/এমআই