জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে মহানগরীর চান্দনা হাইস্কুল মাঠে জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. জাহাঙ্গীর আলম।
গাজীপুর মহানগর শাখা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল মজিদ বি.এস.সির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এসএম মোকসেদ আলম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর রফিকুল ইসলাম, রিয়াজ মাহমুদ আয়নাল, হাজী সিদ্দিকুর রহমান, এস. এম আকরাম হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক এস. এম আলতাফ হোসেন, মহনগর শ্রমিকলীগের যুগ্ন আহ্বায়ক ইব্রাহিম খলিল, এম.এ কাদের, মাহফুজুর রহমান, সৈয়দ আব্দুল জলিল ও শম্ভু সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে মেয়র জাহাঙ্গীর আলম মহানগর শাখার শ্রমিক লীগের নেতৃবৃন্দদের নিয়ে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত