রাজধানীর বনানীর কড়াইল বেলতলা বস্তি এলাকায় একটি তিনতলা ভবন থেকে পড়ে আয়নাল হক (৩২) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত