বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন-২০২১ এ কল্যাণ সম্পাদক পদে ইসমাইল হোসেন ইমন বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইমনের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লার হাটে।
ইব্রাহিম-আলাউদ্দিন প্যানেল থেকে ইমন হরিণ প্রতীকে ৬৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। কল্যাণ সম্পাদক পদে চারজন প্রার্থী ছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. দিলাল হাতি প্রতীকে ৪৪০ ভোট পেয়েছেন। মোট ৪টি প্যানেলে ৮০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইসমাইল হোসেন ইমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের ব্যক্তিগত কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন।
বিডি প্রতিদিন/এএ