তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগের প্রতিবাদে মশাল মিছিল করেছে নাগরিক ছাত্র ঐক্য।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দোয়েল চত্বর, শহীদ মিনার হয়ে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের বক্তব্যের মধ্যদিয়ে তা সমাপ্ত হয়।
এ সময় তরিকুল ইসলাম বলেন, ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলে সরকার ক্ষমতায় এসে ইচ্ছেমতো জিনিসপত্রের দাম বাড়িয়ে জনজীবন অতিষ্ট করে তুলেছে।
সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন জনবিচ্ছিন্ন এই সরকারের আশু পদত্যাগের দাবি করেন।
তিনি বলেন, তা না হলে নাগরিক ছাত্র ঐক্য গণমানুষের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে জননেতা মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে দেশকে স্বৈরাচারমুক্ত করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন