গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার চন্দ্রা এলাকায় বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক তরুণী গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর।
সালনা হাইওয়ে থানার এসআই খাইরুল বাশার জানান, অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই