গাজীপুরের কালিয়াকৈরে ‘সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ২য় ধাপ’র সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কালিয়াকৈরের সফিপুর এলাকায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস) মো. সামছুল আলম, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির পরিচালক (উন্নয়ন) মো. ফখরুল আলমসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মোট ৮৯৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে শ্রেষ্ঠ তিনজন প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মানিকগঞ্জের আব্দুল মান্নান, ফায়ারিং-এ সেরা রাঙ্গামাটির মোহাম্মদ জহিরুল ইসলাম ও চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন কুমিল্লার ফজলে রাব্বি।
বিডি প্রতিদিন/এমআই