বসুন্ধরা এলপি গ্যাসের খুচরা বিক্রেতাদের নিয়ে আজ বুধবার খুলনার রূপসা উপজেলায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে বসুন্ধরা এলপি গ্যাস রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা এলপি গ্যাসের বাগেরহাট এরিয়ার এক্সক্লুসিভ পরিবেশক জিহাদ এন্ড ব্রাদার্সের আয়োজনে রূপসা নদীর পাড়ে জাঁকজমকপূর্ণ রিটেইলার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস ইঞ্জিনিয়ার মো. জাকারিয়া জালাল। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের এজিএম আতাউর রহমান এবং খুলনা বিভাগের ডিএসএম আব্দুল মান্নান।
অনুষ্ঠানে জিহাদ এন্ড ব্রাদার্সের পরিচালক শহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে বক্তৃতা করেন সারাহ সুপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সামছুজ্জামান শাহীন, শিকদার গ্যাস হাউসের পরিচালক সাইদুর রহমান। সারাহ্ সুপার স্টোর, সারাহ এগ্রো ফার্ম ও শিকদার গ্যাস হাউজের সহায়তায় এ সম্মেলনে ৩৫০ জন রিটেইলার অংশগ্রহণ করেন।
এতে লটারির মাধ্যমে ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেনসহ ৩০টি উপহার দেয়া হয়। একই সাথে তৃণমূলে খুচরা বিক্রেতাদের উৎসাহিত করতে বসুন্ধরা টপ রিটেইলার, ফিল ইন দ্যা গ্যাপ, ফ্যান ও ষ্টীলম্যান পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী তাওহিদুজ্জামান জিহাদ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে সারাদেশে ২৪টি পরিবেশক এরিয়ায় এই রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর