জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মহানগর উত্তরে মো. শরীফুল ইসলাম স্বপনকে আহ্বায়ক, মো. মালেক মুন্সিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. আনোয়ার হোসেন আনুকে সদস্য সচিব করে ৬৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মহানগর দক্ষিণ শাখায় রফিকুল ইসলাম স্বপনকে আহ্বায়ক, শওকত আজিজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শফিকুল হাসান রতনকে সদস্য সচিব করে ৯৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
শুক্রবার রাতে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এ কমিটি অনুমোদন করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন