রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলামকে। রাজশাহীর উপশহর এলাকার বাসিন্দা এই বীর মুক্তিযোদ্ধা গত শুক্রবার সন্ধ্যায় হার্ট অ্যাটাকজনিত কারণে ইন্তেকাল করেন।
২৬ ফেব্রুয়ারি রবিবার রাজশাহী নগরীর গৌরহাঙ্গা কবর স্থানে দাফন করা হয়। জেলা প্রশাসন রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অব অর্নার প্রদান করে। জানাজায় এলাকার মুক্তিযোদ্ধাগণ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোজাহারুল ইসলাম ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের মধ্যদিয়ে ২৬ মার্চ প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং রাজশাহী মহানগরের পশ্চিমাঞ্চলের কাশিয়াডাঙ্গা মেডিকেল টিমের সঙ্গে সংযুক্ত হয়ে আহত যোদ্ধাদের সেবায় অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ১০ এপ্রিল ভারতে গমন করে, মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার অন্তর্গত শেখপাড়া ক্যাম্প এবং পানিপিয়া প্রশিক্ষণ কেন্দ্রের সংঙ্গে সংযুক্ত থেকে মুক্তিযুদ্ধকে এগিয়ে নেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখেন। তিনি ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগীতার জন্য দেশের অভ্যন্তরে নিজেকে নিয়োজিত রাখে।
বিডি প্রতিদিন/আরাফাত