রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে দুই হাজার ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতররা হলেন- মো. মিজান (৩৩), রিপকাতুন জান্নাত (২৭), আব্দুল বাসেদ (৩২) ও আবুর কালাম। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩২ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ