ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবরোধ করলেন শিক্ষার্থীরা।
‘দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরা’ এই ব্যানারে আজ রবিবার বেলা ১১টায় নীলক্ষেত মোড় অবরোধ করে এ দাবি জানান। এতে এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টা ১৫ মিনিটে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দিকে যাত্রা শুরু করেন। তাপর নীলক্ষেত এলাকার যান চালচল স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ