নির্যাতিত, অসহায় ও রাস্তার পাশে পড়ে থাকা ছিন্নমূল মানুষের জন্য কাজ করার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ রবিবার রাজধানীর সুপ্রীম কোর্ট মাজার প্রাঙ্গনে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ইন্ডিয়া (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়, যা সংগঠনের চেয়ারম্যান আনন্দ মহল সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাতিসংঘের জাজ ড. মো. শাহজাহান সাজু বলেন, ‘অসহায় ও ঝরে পড়া শিশুদের নিয়ে তাদের সমাজসেবা কাজ অব্যাহত থাকবে।’ এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ টি এ গোলাম মাওলা চৌধুরী, আইন সম্পাদক সাগরিকা, মিডিয়া ও প্রেস সেক্রেটারি হাফিজুর রহমান মিলন ও পাবলিক ওয়েলফেয়ার সেক্রেটারি রাকিবুল হাসান।
বিডি-প্রতিদিন/শফিক