গাজীপুরের টঙ্গী মিলগেট নামাবাজার বিএনপি গলিতে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার বিকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, বিকাল সাড়ে তিনটার দিকে ওই এলাকার তুসুকা গার্মেন্ট রোডের বিএনপি গলির রফিকুল ইসলামের তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের সুমনের তুলার গুদামেও ছড়িয়ে পড়ে। এতে রফিকের তিনটি ও সুমনে ২টি গুদাম এবং গুদামে রক্ষিত তুলা তৈরির কাঁচামাল, তৈরিকৃত তুলা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী দমকল বাহিনীর কর্মকর্তা ইকবাল হাসান বলেন, খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল