সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে ছবিতে ছবিতে ফুটে উঠলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিন প্রজন্মের ছবি। এই প্রথম কোনো জেলার সম্মেলনে এমন ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে।
জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে মঞ্চের এক পাশে বড় বিলবোর্ডে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের ছবি। অন্য পাশের বিলবোর্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহেনা, রেহেনাপুত্র রেজওয়ান মুজিব সিদ্দিক ববি এবং রেহানাকন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।
শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিন প্রজন্মের ছবি নয়, ফুটিয়ে তোলা হয়েছে শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী পরিবারের তিন প্রজন্মকে। ছবিতে দেখাযায় শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী, মুনসুরপুত্র মোহাম্মদ নাসিম ও নাসিমপুত্র তানভীর শাকীল জয়।
জেলা আওয়ামী লীগ সূত্র জানা যায়, সম্মেলনের একদিন আগে রবিবার বিকেলে মঞ্চ পরিদর্শনে আসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। মঞ্চ পরিদর্শনে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলীর তিন প্রজন্মের ছবি ফুটিয়ে তোলার নির্দেশনা দেন তিনি। কেন্দ্রীয় এ নেতার নিদর্শনায় মঞ্চ স্থলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিন প্রজন্মের ছবি ফুটিয়ে তোলেন জেলা আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত নেতারা।
বিডি প্রতিদিন/এএ