আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও চলার পথকে মসৃণ করাই আমাদের একমাত্র কাজ। এ জন্য আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আজ দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তৃতায় তিনি একথা বলেন।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তার রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আক্তার জাহান, মেরিনা জামান কল্পনা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যগণ।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। এজন্য দলের ভেতরে ঐক্য প্রয়োজন। যারা দলের দুঃসময়ের কর্মী তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কোন হাইব্রিড সুবিধাভোগীদের স্থান দেওয়া হবে না।
বিএনপির প্রতি হুশিয়ার উচ্চারণ করে তিনি বলেন, আন্দোলনের ডাক দেবেন? দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামীদের দিয়ে রাজনীতি হয় না।
দলের নেতাকর্মীদের প্রতি রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেন, বিএনপি এখন নানা ষড়যন্ত্র করবে। তারা আবার জ্বালাও পোড়াও কর্মসুচি দেবে। তাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। যে ইউনিয়নে বিএনপি জামায়াত মিছিল বের করবে সেখানে আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দিতে হবে। কারণ শক্তিশালী আওয়ামী লীগের কমিটি থাকলে সেখানে ওরা মিছিল বের করতে পারবে না।
বিডি প্রতিদিন/এএ