বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনগণ দুর্ভোগ সৃষ্টিকারী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দুর্নীতি-লুটপাটে ব্যস্ত সরকার জনগণের কোনো সমস্যা সমাধান করতে পারবে না। জনসমস্যা নিরসনের পরিবর্তে তারা জনদুর্ভোগ বৃদ্ধি করে চলেছে।
মঙ্গলবার ময়মনসিংহে বিএনপির কার্যালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত আগামীকালকের বিক্ষোভ সমাবেশ সফল করতে উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।
ময়মনসিংহ বিভাগের দায়িত্বে থাকা বিএনপির এই নেতা বলেন, জনগণের নির্বাচিত নয় বলে জনগণের দুঃখ কষ্টে সরকারের ভ্রুক্ষেপ নাই। কিভাবে কৌশলে ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকা যায়, তা নিয়ে ব্যস্ত সরকার।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় বিক্ষোভ সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা হয়।
আগামীকাল বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে জেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন