নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে গণসংহতি আন্দোলন। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে জেলা গণসংহতি আন্দোলন এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোড, ফজলুল হক এ্যাভিনিউ হয়ে জেলা প্রশাসক কার্যালয় চপ্তরে গিয়ে শেষ হয়।
পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, জেলা ছাত্র ফেডারেশন সহসভাপতি হাসিব আহম্মেদ, সদস্য জামান কবির, সদস্য নুরজাহান বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ