গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় বিষ প্রয়োগ করে ধানের চারা মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আটাবহ ইউনিয়নের দরবারিয়া এলাকায় হাজী আলী হোসেন দীর্ঘদিন ধরে জমি চাষাবাদ করে আসছে। গত রবিবার অজ্ঞাতনামা কে বা কারা ধান ক্ষেতে বিষ প্রয়োগ করলে ধানের চারা মরে যায়। এতে তার কয়েক হাজার টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত, ওসি) আবুল বাশার জানান, ধান ক্ষেতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই