গাজীপুরের টঙ্গী মিলগেট লাল মসজিদ এলাকায় শ্বশুরের দায়ের কোপে শামীম মিয়া (৩০) নামে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
এলাকাবাসী জানায়, গত ৬-৭ বছর পূর্বে সুনামগঞ্জ জেলার বিষমপুর থানার শামীম মিয়ার সাথে টঙ্গীর আজিম উদ্দিনের মেয়ে রুমানার বিয়ে হয়। বৈবাহিক জীবনে শামীম-রুমানা দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে স্বামী শামীমের সাথে রুমানার বনিবনা হচ্ছিল না। এনিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
এরই জের ধরে সোমবার রাত ১০টার দিকে শ্বশুরের সাথে মেয়ের জামাতার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজিম উদ্দিন ঘরে থাকা ধারালো দা দিয়ে শামীমকে এলোপাতাড়ি কোপায়। এতে শামীম দুই পায়ের হাঁটুর নিচে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে আশপাশের ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই