সাভারে সিআরপিতে প্রতিবন্ধী নারীদের মাঝে মাস্ক ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) রেডওয়ে হলে কোভিড-১৯ অতিমারিতে নারী সূবর্ণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভ্যালরি এন টেইলর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপি’র নির্বাহী পরিচালক ড. মো. সোহরাব হোসেন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী সদস্য ডা. শামীম আহাম্মদ ও বিএইচপিআইয়ের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ড. ভ্যালরি টেইলর নারী প্রতিবন্ধীদের নিয়ে করা এ গবেষণায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি প্রতিবন্ধী মানুষের জন্য সিআরপি’র নিরন্তর পথচলায় সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে বিএইচপিআই ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা প্রকল্প আরও বৃদ্ধির আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. শামীম আহাম্মদ প্রতিবন্ধী মানুষের জন্য সিআরপি’র ভূমিকার কথা স্মরণ করে দেশের সর্বস্তরে সিআরপি’র মডেলে পুনর্বাসন চিকিৎসা পেশাজীবীদের অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া প্রতিবন্ধীদের কল্যাণে গবেষণা ও প্রকল্পে যেকোনো ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএইচপিআইয়ের প্রভাষক ও বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সাংগঠনিক সম্পাদক কে এম এমরান হোসেন এবং উপস্থাপনা করেন মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রতিবন্ধী নারীদের নিয়ে ৬ মাসের সহায়তা প্রকল্পের ৫০ জন নারী অংশগ্রহণকারী, বিএইচপিআই ও সিআরপির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্ঠানে প্রতিবন্ধী নারীদের মাঝে মাস্ক ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই