বিভাগীয় নগরী রংপুরে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। সূর্যোদয়ের শুরুতে নগরীর মর্ডানমোড় স্মৃতিস্তম্ভ অর্জনে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মহানগর পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী জেলা পরিষদের চেয়ারম্যান এড. ছাফিয়া খানম।
শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর ম্যুরালে। এতে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় পার্টির পক্ষ থেকে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, বিএনপি, রংপুর প্রসক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর শাখাসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকাল ৮টায় স্থানীয় জেলা স্টেডিয়ামে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও জেলার আট উপজেলা পরিষদসহ প্রতিটি ইউনিয়ন পরিষদে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
এদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও ভবনে আলোকসজ্জ্বা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন