জাতীয় পার্টির গুলশান কার্যালয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় চেয়ারম্যানের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া। আলোচনা সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাপা যুগ্ম-মহাসচিব কর্নেল (অবসরপ্রাপ্ত) শাহজাহান সিরাজ।
সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কর্নেল (অবসরপ্রাপ্ত) হাবিব ইসলাম, মেজর (অবসরপ্রাপ্ত) সিকদার আনিসুর রহমান, জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব, জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পীরজাদা সৈয়দ জুবায়ের আহম্মেদ, গোলাম মোস্তফা পাটোয়ারী, ডাক্তার জহিরুল ইসলাম, মেজর (অবসরপ্রাপ্ত) শিবলী মো. সাদিক. কাজী মনির, এজাজ আহমেদ খান, জুলিয়া আক্তার মিরা, করবি মিজান, মাওলানা ফেরদৌস কোরেশী, শেখ সহিদুর রহমান হাফিজ, খোরশেদ আলম, আম্বর আলী সরকার, হেলাল উদ্দিন ও শেখ তাহেব মঞ্জুশী দত্ত।
বিডি প্রতিদিন/আরাফাত