জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিমদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে। দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আজ শনিবার রাজধানীর তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন অডিটোরিয়ামে এ খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত বক্তৃতা করেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য মারুফা আক্তার পপি ও সদস্য পারভীন জামান কল্পনা। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক