রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীবাহি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, লঞ্চটি ঘাটে ভেড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না। প্রাথমিকভাবে লঞ্চটিতে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি, পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিডি প্রতিদিন/ফারজানা