প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণে কিউসি ল্যাবের গুরুত্ব এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতর এ কর্মশালার আয়োজন করে।
নগরীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ইয়ামিন চৌধুরী। প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় পরিচালক নজরুল ইসলাম, কিউসি ল্যাব পরিচালক মোস্তফা কামাল।
কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. বাহানুর ও প্রকল্প পরিচালক ড. মোস্তফা কামাল। দিনব্যাপী কর্মশালায় রাজশাহী বিভাগের পাঁচ শতাধিক খামারিসহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর