জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাংসদ আনোয়ার হোসেন মঞ্জুর অভিযোগ পিরোজপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে রাজাকার রয়েছে। তিনি বলেন, ‘কথায় কথায় আমরা বলি, রাজাকারের সঙ্গে আপস নয়। রাজাকারের দল আছে আর আপনার দলের কমিটিতেই আছে (রাজাকার)। অন্য জেলার কথা আমি জানি না, আমি তো আমার জেলার কথা জানি। আগে নিজের চেহারা আয়নায় দেখুন।’
আজ রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিজের দলের এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। মঞ্জু বলেন, ‘এই কথার সঙ্গে কোনো দ্বিমত হবে না, তাদের সঙ্গে আমাদের চিন্তার মিল নেই, রাজনীতির মিল নেই, আদর্শের মিল নেই। এ প্রজন্মের ছেলেপেলে। তারা তো এগুলো জানে না। তারা খালি শোনে ধর্ষণ।’
এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শাজাহান খানকে উদ্দেশ্য করে বলেন, ‘যখন ভাবি, জাতীয় পার্টি বা বিএনপি খিচুড়ি পার্টি; এসব দলের কমিটিতে তারা (রাজাকাররা) থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে কেমন করে আছে? ছাত্রলীগের মধ্যে কেমন করে আছে? যুবলীগের মধ্যে কেমন করে আছে?’
বিডি-প্রতিদিন/শফিক