দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ হরতাল পালন শুরু করে বাম জোটগুলো। এদিকে হরতালের মধ্যেই রাজধানীতে শুরু হয়েছে যানজট।
সোমবার (২৮ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্করে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই অফিসগামী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
এছাড়াও রাজধানীর বাড্ডা, জাহাঙ্গীর গেট, কাকলী, কুড়িল বিশ্বরোড, মহাখালী, আগারগাঁও এলাকায় যানজট দেখা গেছে। তানভীর আলম নামের এক অফিসগামী ব্যক্তি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হরতালটা যুক্তিযুক্ত। কিন্তু আমাদের অফিস যেতে হবে, আমরা চাকরিজীবী মানুষ। মধ্যবিত্ত মানুষ আছে মহা ঝামেলা না পারি বলতে না পারি সইতে।
বিডি প্রতিদিন/হিমেল