২৬ মে, ২০২২ ১৮:০৭

রাজধানীতে আবাসিক হোটেলে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীতে আবাসিক হোটেলে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর বংশালে একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে এক মাদরাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম মো. মনিমুল ইসলাম (৪৮)। তিনি নীলফামারীর জলঢাকার কাজিরহাট আলিয়া মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন। মনিমুল নীলফামারীর জলঢাকা থানার কাজিরহাট গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি দুই সন্তানের জনক। 

আজ বৃহস্পতিবার ভোরে বংশালের নবাবপুর রোডের আল ফালাহ হোটেলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হোটেলের কর্মচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আল ফালাহ হোটেলের ম্যানেজার মো. আসলাম জানান, বুধবার মমিনুল ইসলাম হোটেলের তৃতীয় তলার ৩৮ নম্বর কক্ষে ওঠেন। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর