৩ জুলাই, ২০২২ ১৯:০৫

২৪ ঘণ্টায় ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রতীকী ছবি

দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। 

রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৪২ জন। আগের দিন ছিল ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হন ৩২ জন। আগের দিন ছিল ৪৭ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে এক হাজার ২০২ জন। এদের মধ্যে রাজধানীতে রোগী শনাক্ত ও ভর্তি হয় এক হাজার ৫৯ জন। আগের দিন ছিল এক হাজার ২৭ জন। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর