১৪ আগস্ট, ২০২২ ২২:৪৩

ঢামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

অনলাইন ডেস্ক

ঢামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মহিউদ্দিন জিলানী। 

এক ইন্টার্ন চিকিৎসককে মারধরের প্রতিবাদে তারা এই কর্মবিরতি পালন করছিলেন।

মহিউদ্দিন জিলানী বলেন, স্বাচিপ নেতা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসের পর তারা কর্মসূচি প্রত্যাহার করলেন।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, জাতীয় শোক দিবসকে সামনে রেখে, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা মানুষের ভোগান্তির কথা ভেবে আমাদের অভিভাবকদের আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি প্রত্যাহার করলাম। 

প্রসঙ্গত, ১১ই আগস্ট থেকে সহকর্মীকে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দেন ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল চিকিৎসার জন্য আসা রোগীদের।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর