রাজশাহীতে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের লক্ষ্যে স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের দায়দায়িত্ব অবহিতকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল জলিল। তিনি বলেন, রাজশাহীতে স্থানীয় সরকারের ইএএলজি প্রকল্প ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সফলতার সঙ্গে কাজ করছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্থানীয় পরিকল্পনায় জবাবদিহিতার প্রতিফলন যতো বেশি হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোও ততো শক্তিশালী ও দক্ষ হবে।
তিনি বলেন, ইএএলজি প্রকল্প ইউনিয়ন পরিষদে ওয়ার্ডসভা, উন্মুক্ত বাজেট সভা, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ, নারী ও শিশুবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণে কারিগরি সহায়তা প্রদান করছে। ফলে ইউনিয়ন পরিষদগুলো এখন মানুষের কাছে জনবান্ধব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে।
জেলা প্রশাসক আব্দুল জলিল আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে নির্বাচনের পরে প্রত্যেক চেয়ারম্যান তার ভোটারের কাছে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। নাগরিকদের অভিযোগের চাহিদা অনুযায়ী রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিত করা, দারিদ্র্য রোধ, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন, কৃষকের চাহিদা ও কৃষি খাতের উন্নয়নসহ নানা বিষয়ের উন্নয়ন ঘটানো সম্ভব হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপ-পরিচালক শাহানা আখতার জাহান। তিনি জানান, দেশের নয়টি জেলায় ইএএলজি প্রকল্প চলমান আছে। এর মধ্যে রাজশাহীর দু'টি উপজেলার ৩০ ইউনিয়ন পরিষদের মধ্যে অন্তর্ভুক্ত। কর্মশালায় তিনি রাজশাহীতে প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। পরে তিনি ইউনিয়ন পরিষদ আইনের বিস্তারিত আলোচনা পূর্বক বিভিন্ন সমস্যার সমাধানে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর কারিগরি সহযোগিতায় এবং রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার শাখার আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্থানীয় সরকার শাখার আঞ্জুমান সুলতানা, ইএএলজি প্রকল্পের ডিসট্রিক্ট ফ্যাসিলিটেটর আবু হেনা মোস্তফা কামাল, এলজিএসপি-৩ প্রকল্পের ডিএফ আকতার হোসেন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রিজভী আল হাসান মুঞ্জিল, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ আলীসহ ইএএলজি প্রকল্পের আওতায় ৩০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ